× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জনগণের রোষের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন : জয়নুল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক

১৭ মে ২০২৫, ১৪:৪৮ পিএম

ছবি : সংগৃহিত

জনগণের রোষের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। ৯ মাস অতিবাহিত হওয়ার আগেই সুষ্ঠু নির্বাচন হবে, সকলের এমনটাই প্রত্যাশা ছিল। জনগণের রোষাণলে পড়ার আগেই অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার আহ্বান জানাচ্ছি। কারও কথা না শুনে, নির্বাচন দেন, যাতে সব দল ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে অংশ নিতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এ দেশের প্রতি ভারত নাখোশ, অথচ এ দেশের এতো মানুষ যে মারা গেল তারা তখন সেটি দেখেনি। বেগম খালেদা জিয়ার ওপর হওয়া অন্যায়ও তারা দেখেনি। বিএনপি ধৈর্যশীল দল, তাই এতো অত্যাচার নির্যাতনের পরও আওয়ামী লীগের কারও গায়ে হাত দেয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.