আসন্ন
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শ্রমিকদের পাওনা পরিশোধে কারখানা মালিকদের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত
হোসেন। তিনি বলেন, আগামী ২৮ মে’র
মধ্যে শ্রমিকদের বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ
করতে হবে, তা না হলে
সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি
স্পষ্ট করে বলেন, যারা এই নির্দেশনা অমান্য
করবেন, তাদের জেলে যেতে হতে পারে এবং বিদেশে যাত্রা ঠেকাতে রেড অ্যালার্টও জারি করা হবে।
বুধবার
(২১ মে) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি আরও জানান, যেসব মালিক বকেয়া বেতন পরিশোধ করেননি, তাদের মধ্যে অন্তত পাঁচজনের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এ সময় তিনি
বলেন, কোনো মালিক যদি দেশের বাইরে থাকেন, তাহলে রেড অ্যালার্টের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনা হবে। বেতন না দিয়ে কেউ
যেন ঢাকার বাইরেও না যেতে পারেন,
সেটিও নজরে রাখা হবে।
সংবাদ
সম্মেলনে ঈদকে ঘিরে নৌপথে যাত্রী চলাচল নিরাপদ রাখতে কিছু পদক্ষেপের কথাও জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, ঈদের আগের তিন দিন এবং পরের সাত দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। এছাড়া, লঞ্চে রেসিং বন্ধ করতে বুড়িগঙ্গায় প্রবেশের পর গতি কমিয়ে
চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদযাত্রা
সহজ করতে রৌমারি-চিলমারী ফেরি চলাচল ২২ মে থেকে
চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে ফুটপাত দখল নিয়েও প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে তিনি
বলেন, ফুটপাত এখনো দখলমুক্ত হয়নি কারণ সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। তবে সরকার যে কোনো ধরনের
দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।