× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপসারণ নয় পররাষ্ট্র সচিব নিজেই সরে যেতে চান- পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২১ মে ২০২৫, ১৯:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন অপসারিত হচ্ছেন না, বরং তিনি নিজেই এই পদ থেকে সরে দাঁড়াতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপসারণ নয়, সচিব নিজেই এই দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছেন। আগামী এক-দুই দিনের মধ্যেই তিনি এই পদ ছেড়ে দেবেন। তবে তিনি তার চাকরিতে বহাল থাকবেন।

ভারতের সর্বশেষ আরএনজি (রিফাইনারি ন্যাচারাল গ্যাস) পণ্য আমদানি বন্ধের বিষয়ে উপদেষ্টা বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। তবে এত দ্রুত জবাব পাওয়া যাবে বলে আশা করছি না।

তিনি আরও জানান, ভারতের সঙ্গে বর্তমানে ১০০টিরও বেশি দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। এসব চুক্তির মধ্যে কোনোটি বাতিল হয়নি।চুক্তি বাতিল হয় উভয় পক্ষের সম্মতিতে। আমরা কোনো চুক্তি বাতিল করিনি, নিয়ম অনুযায়ীই আগাচ্ছি,” বলেন তৌহিদ হোসেন।

ভারত থেকে আগত রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে তিনি বলেন, “যারা প্রকৃত ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত হবেন, তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। তবে রোহিঙ্গাদের পুশব্যাক (জোরপূর্বক ফেরত পাঠানো) করা হচ্ছে না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.