জুলাই
গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে
প্রণীত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ,
২০২৫’-এর খসড়া নীতিগত
ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার
(২২ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত
হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক
শেষে জানানো হয়, খসড়া অধ্যাদেশটি আইন, বিচার ও সংসদ বিষয়ক
বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্তভাবে অনুমোদিত
হয়েছে। একই বৈঠকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও চূড়ান্ত
অনুমোদন পায়।
এ
ছাড়া সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আশু বাস্তবায়নযোগ্য পদক্ষেপসমূহ গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় উপদেষ্টা পরিষদের
পক্ষ থেকে।
বৈঠকে
আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়— বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের
মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী
সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়টি।
উল্লেখ্য,
এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও সংস্কার এজেন্ডার
অগ্রগতি নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে
প্রধান উপদেষ্টার কার্যালয়।