× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই অভ্যুত্থানে আহতদের এবং শহীদ পরিবারদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া অনুমোদন

ডেস্ক রিপোর্ট

২২ মে ২০২৫, ১৮:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ পুনর্বাসনের লক্ষ্যে প্রণীতজুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে জানানো হয়, খসড়া অধ্যাদেশটি আইন, বিচার সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। একই বৈঠকেসরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন পায়।

ছাড়া সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আশু বাস্তবায়নযোগ্য পদক্ষেপসমূহ গ্রহণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে।

বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়বাংলাদেশ নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়টি।

উল্লেখ্য, বৈঠকে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড সংস্কার এজেন্ডার অগ্রগতি নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.