× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুধু নির্বাচন দেওয়ার জন্য দায়িত্ব নিইনি- রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২৫, ১৫:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি সাফ জানিয়েছেন।

শুক্রবার (২৩ মে) রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস আগেই স্পষ্ট করে দিয়েছেন যে নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে। তার দেওয়া সময়সীমার একদিনও এদিক-সেদিক হওয়ার সুযোগ সরকারের পক্ষ থেকে নেই। তিনি বলেন, “আমি শুরু থেকেই বলে আসছি, উনি যে সময় দিয়েছেন সেটা চূড়ান্ত। কাজেই এই বিষয়ে কোনো রকম বিভ্রান্তিকর আলোচনা বা সন্দেহের সুযোগ থাকা উচিত নয়।

প্রধান উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত প্রশ্নে রিজওয়ানা হাসান সরাসরি কোনো মন্তব্য না করলেও বলেন, কিছু কিছু গুরুতর দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়ের একটি প্রাসঙ্গিকতা রয়েছে। তবে বিষয়ে যদি কিছু বলার থাকে, তা প্রধান উপদেষ্টার মুখ থেকেই শোনা উচিত বলে মনে করেন তিনি।

চাপ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা যে দায়িত্ব পেয়েছি, সেটি সঠিকভাবে পালন করতে পারছি কি না, সেটাই আমাদের কাছে একমাত্র চাপ। এর বাইরে বাইরের কোনো চাপ বলে কিছু নেই।তিনি আরও বলেন, শহরের রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়া, যানজট, বিভিন্ন প্রতিবন্ধকতাএসব বাস্তব সমস্যা থাকলেও সেগুলোর সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব। তবে মূল চাপ পারফরম্যান্সেআমরা দায়িত্ব পালন করতে পারছি কি না, সেটাই বড় প্রশ্ন।

দায়িত্ব পালনে কতটা সফল হয়েছেনএমন প্রশ্নে তিনি বলেন, “আমরা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে অনেকদূর এগিয়ে এসেছি। সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেই প্রতিবেদন ঘিরে রাজনৈতিক ঐক্য গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে সব রাজনৈতিক দলই অংশ নিচ্ছে। এটাও একটি বড় অর্জন।

তিনি বলেন, “আমরা বলেছি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, সেটাও আমরা নিশ্চিত করতে পেরেছি। বিচার ট্রাইব্যুনাল ছিল একটি, এখন তা বেড়ে দুটি হয়েছে। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে। তবে আমরা চাই এসব প্রক্রিয়া যেন বাধাবিহীনভাবে সম্পন্ন হয়। শুরু থেকেই এটাই আমাদের আহ্বান।

রিজওয়ানা হাসান জানান, “গতকাল আমাদের মিটিংয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। আমরা তিনটি বড় দায়িত্ব নিয়েছিসংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্য এই দায়িত্ব গ্রহণ করিনি।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সমাজের বিভিন্ন পক্ষ তাদের নিজ নিজ দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছে, শহর অচল করে দিচ্ছে। এই অচলাবস্থা কাটাতে সরকার কী করছেএমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা আগেই বলেছিআমরা ক্ষমতা নিতে আসিনি, দায়িত্ব পালনের জন্য এসেছি। এই দায়িত্ব পালনে আমাদের সবার সহযোগিতা দরকার। প্রত্যাশা থাকা স্বাভাবিক, কিন্তু দায়িত্ব পালনের বাস্তবতা ভিন্ন। আমরা নিজেকে প্রশ্ন করছিআমরা সত্যিই দায়িত্ব পালন করতে পারছি কি না।

এই মুহূর্তে সরকার যে তিনটি ক্ষেত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেসংস্কার, বিচার নির্বাচনতার প্রতিটিরই সফল সমাপ্তিই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.