× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গুজবে কান দেবেন না- সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২৫, ১৫:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানোর ঘটনা ঘটেছে। নিয়ে শুক্রবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কতামূলক বার্তা প্রকাশ করে বিষয়টিকে 'গুজব' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি তৈরি প্রচার করেছে। এর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সশস্ত্র বাহিনী জনগণের মাঝে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে জনগণকে ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। কোনো তথ্যের সত্যতা যাচাই করুন এবং সর্বদা সচেতন থাকুন।

বাংলাদেশ সেনাবাহিনী ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও ইঙ্গিত দিয়েছে। একইসাথে সামাজিক মাধ্যমে প্রচারিত কোনো তথ্য শেয়ার বা বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য উৎস থেকে তা যাচাই করার পরামর্শ দিয়েছে তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.