× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে: ড. আলী রীয়াজ

২৫ মে ২০২৫, ১৩:৪৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপে বেশ কয়েকটি বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তবে যেসব বিষয়ে মতভেদ রয়ে গেছে, সেগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশীল সমাজের সঙ্গে আয়োজিত এক আলোচনায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, “প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়েছে। তবে যেসব বিষয়ে একমত হতে পারিনি, সেগুলো গোপন না রেখে জনসম্মুখে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মূল লক্ষ্য একটি জাতীয় সনদ প্রতিষ্ঠা করা, যা সকলের স্বার্থ রক্ষা করবে।”

তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শুরুর পর প্রায় ছয় মাসে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করা হয়েছে।

ড. রীয়াজ আরোও বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ গুরুত্বপূর্ণ হলেও, নাগরিক সমাজকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়। এই দেশ মানুষের, তাই তাদের মতামত ও অংশগ্রহণ ছাড়া জাতীয় ঐকমত্য বাস্তবায়ন হবে না। মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। আমরা সেই ত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করছি,”

তিনি মনে করেন, বর্তমানে দেশে সংস্কারের অসীম সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই সুযোগকে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে আরও বড় সংকট দেখা দিতে পারে।

জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগীয় স্বাধীনতা ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মতৈক্য গঠনের জন্য কাজ করছে। কমিশনের কাজের প্রতি নাগরিকদের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক কার্যক্রমের ওপর জোর দেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.