আইন
উপদেষ্টা ড. আসিফ নজরুল
বলেছেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন কারণ তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭
মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি
এ মন্তব্য করেন।
আসিফ
নজরুল জানান, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আজহারের করা রিভিউ আবেদন সর্বসম্মতভাবে গ্রহণ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত
আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ। এর ফলে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় এবং তা বহাল রাখা
আপিল বিভাগের আগের রায় বাতিল হয়ে গেছে।
-6835642f4d017.png)
তিনি
আরও বলেন, আজকের এই রায়ের মাধ্যমে
ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ সৃষ্টির
পেছনে আছে জুলাই মাসের গণআন্দোলনের সাহসী নেতৃত্ব। এখন এই ন্যায়বিচারকে টিকিয়ে
রাখার দায়িত্ব আমাদের সবার।
উল্লেখ্য,
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন, গুরুতর জখম এবং বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে
এটিএম আজহারের বিরুদ্ধে ছয়টি মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, যা পরে আপিল
বিভাগেও বহাল ছিল। তবে রিভিউ আবেদনের শুনানি শেষে সর্বোচ্চ আদালত তাকে সব অভিযোগ থেকে
খালাস দেন।