× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্তে পুশইন বাড়লেও নিরাপত্তার কোন ঘাটতি নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২৫, ১৩:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

সীমান্তে পুশইনের সংখ্যা বাড়লেও দেশের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৭ মে) সকালে রাজশাহীতে নবীন রিক্রুট ১৪তম ব্যাচের ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচের কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।" তিনি আরও জানান, সীমান্তে পুশইনের ঘটনা প্রতিনিয়ত প্রতিবাদ জানানো হচ্ছে এবং ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে যেন বাংলাদেশি নাগরিকদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।

প্রশিক্ষণপ্রাপ্ত কারারক্ষীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "প্রশিক্ষণে অর্জিত পেশাগত দক্ষতা, সততা এবং দেশপ্রেমের মাধ্যমে তারা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাসব্যাপী এবং ৫০৮ জন কারারক্ষী ছয় মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণে বিভিন্ন ক্ষেত্রে সেরা হওয়া ডেপুটি জেলার কারারক্ষীদের হাতে সম্মাননা তুলে দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.