× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সচিবালয়ে চতুর্থ দিনের মত চলছে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২৫, ১৩:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রত্যাহারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজও বাংলাদেশ সচিবালয়ে বিক্ষোভ করছে কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষোভের কারণে আজ (২৭ মে) সচিবালয়ে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। এমনকি সাংবাদিকদেরও আপাতত ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আন্দোলনের তীব্রতা কমে এলে দুপুর নাগাদ সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে বলে জানায় মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত বছরের আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। এরপর আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী সংকটে পড়েন। সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে দেখা দেয় বিশৃঙ্খলা, যা প্রশাসনিক কার্যক্রম জনসেবায় ব্যাঘাত সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার উদ্যোগ নেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দ্রুত বিচার শাস্তি নিশ্চিত করতেইসরকারি চাকরি আইন-২০১৮সংশোধন করে কঠোর বিধান রাখা হয়েছে।

রোববার (২৫ মে) রাতে প্রকাশিত নতুন সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী, চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। সংশোধিত প্রস্তাবে আরও বলা হয়েছে, অভিযোগ গঠনের পর সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

সরকারি দায়িত্বে অবহেলা, অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগগুলো আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে থাকবে না বলেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.