× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২৫, ১৪:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে মো. মাহমুদুল ইসলাম (৫৫) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে ঘটনা ঘটে।

আহত মাহমুদুল ইসলামমাহমুদ মানি এক্সচেঞ্জ’-এর মালিক। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জানান, মিরপুরে নিজের বাসা থেকে ১০ নম্বর গোলচক্করের অফিসে যাওয়ার সময় তিনি স্টেডিয়ামের সুইমিংপুল ফায়ার সার্ভিসের মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ দুটি মোটরসাইকেলে আসা ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা টাকার দাবি করে এবং দিতে অস্বীকৃতি জানালে তাকে কোমরের বাম পাশে গুলি করে। এরপর সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী, ্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুম্মন জানান, খবর পেয়ে মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্ত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আহতের স্বজনদের বরাতে ওসি আরও জানান, দুর্বৃত্তরা তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.