× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি শুরু আজ

ডেস্ক রিপোর্ট।

০১ জুলাই ২০২৫, ১০:৪৬ এএম

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ১ জুলাই বাংলাদেশ সাক্ষী হয়েছিল এক ঐতিহাসিক ঘটনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ‘কোটা সংস্কার আন্দোলন’ রূপ নেয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’। তিন দিনের কর্মসূচি দিয়ে শুরু হওয়া এই প্রতিবাদ পরিণত হয় সরকারবিরোধী আন্দোলনে, যার চূড়ান্ত রূপ দেখা যায় ‘জুলাই গণঅভ্যুত্থানে’ একটানা ৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি চলবে আজ ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত।

অন্তর্বর্তী সরকারের কর্মসূচি: আজ মঙ্গলবার শহীদদের স্মরণে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ উপাসনালয়গুলোতে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। দেয়া হবে ‘জুলাই ক্যালেন্ডার’। শুরু হবে ‘গণস্বাক্ষর কর্মসূচি’, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। এছাড়া জুলাইয়ের শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘শহীদ শিক্ষাবৃত্তি’ চালু করা হবে।

বিএনপির কর্মসূচি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপিও পৃথকভাবে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এতে রয়েছে

বিজয় মিছিল, মৌন মিছিল ও ছাত্র সমাবেশ

আলোচনা সভা ও সেমিনার

রক্তদান কর্মসূচি, পথনাটক ও গ্রাফিতি অঙ্কন

শিশু অধিকারবিষয়ক আয়োজন

ডেঙ্গু ও করোনা সচেতনতামূলক কার্যক্রম

আজ রাতেই ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি হবে। আগামীকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে জাতীয় আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এনসিপির কর্মসূচি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আজ থেকে শুরু করছে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যার স্লোগান-‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হবে, যা ৩০ জুলাই পর্যন্ত চলবে। এছাড়া:

৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও দলের ইশতেহার পাঠ

১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’

৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ পালন করা হবে

জামায়াতে ইসলামীর কর্মসূচি: বাংলাদেশ জামায়াতে ইসলামীও এই বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে দলটি। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.