গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখতে সহায়তায় ভুল তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি একটি কার্যকর ব্যবস্থা তৈরিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।
সাক্ষাতে ড. ইউনূস বলেন, ইউএনডিপি এবং ইউনেস্কোর যৌথভাবে করা প্রতিবেদনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। প্রধান সমস্যা হল ভুল তথ্য, ভুয়া খবর, এই বিভ্রান্তিকর তথ্যের কিছু অংশ বাইরে বসবাসকারী লোকেরা ছড়িয়ে দেয়, কিছু স্থানীয় মানুষও জড়িত। এটাকে একটানা বোমাবর্ষণ বলে তিনি উল্লেখ করেন।
ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নিয়মিত গণমাধ্যমও অনেক বিভ্রান্তিকর তথ্যের উৎস বলে উল্লেখ করে, এর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের ভূমিকা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা।