মালয়েশিয়া জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়ায় গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির বিষয়ে তথ্য চেয়েছে ঢাকা। এখন ফিরতি জবাবের অপেক্ষা।’
গত ২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল জানান, একটি চরমপন্থি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এই পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুতে সেশন কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, আর বাকি ১৬ জনের বিরুদ্ধে আরও তদন্ত চলছে—তাঁদের এই চরমপন্থি আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এক বিবৃতিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশেষ শাখার গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযানে উঠে এসেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শ ভিত্তিক চরমপন্থি বিশ্বাস মালয়েশিয়ায় প্রবেশ করিয়েছে।
ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার দপ্তর চালুর বিষয়টি খসড়া পর্যায়ে রয়েছে।