× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১৫ বছরে কী সাংবাদিকতা হয়েছে তা পূনর্মূল্যায়ন দরকার:প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট।

০৫ জুলাই ২০২৫, ১৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

বিগত ১৫ বছরে দেশে কী ধরনের সাংবাদিকতা হয়েছে তা পূনর্মূল্যায়ন হওয়া দরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ ব্যাপারে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার।

আজ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি। গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনার ওই অনুষ্ঠানের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। সেখানে অংশ নেন গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের দায়িত্বরতরা। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকেরা দ্রুত কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

এসময় প্রেস সচিব বলেন, বিগত সময়ে সাংবাদিকতা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। বর্তমান সরকার স্বাধীন সাংবাদিকতার মৌলিক সংস্কার করেছে। 

শফিকুল আলম বলেন, সাংবাদিকতা শুরুর বেতন ন্যুনতম ৩০ হাজার টাকা হওয়া দরকার। টিভি সাংবাদিকতার ন্যূনতম বেতনের বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। ওয়েজ বোর্ড জটিলতায় না গিয়ে বিকল্প উপায় খুঁজতে হবে। প্রত্যেক মিডিয়া হাউজের সোশ্যাল মিডিয়া নীতিমালা থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা যেসব সুপারিশ দিয়েছি, সরকার যেন সেগুলোর কিছু অন্তত অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.