× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগের তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা

ডেস্ক রিপোর্ট।

০৫ জুলাই ২০২৫, ১৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগের তদন্তে দেশটির কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আটক ব্যক্তিদের পরিচয় ও অভিযোগের বিস্তারিত জানতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বাকিদের বিষয়ে তদন্ত চলছে এবং কিছু ব্যক্তিকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। প্রয়োজন হলে আটক প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার পুনরায় তার অবস্থান স্পষ্ট করে জানায় যে, দেশটি সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে এবং এই বিষয়ে মালয়েশীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.