নিবন্ধিত সকল রাজনৈতিক দলের গত পঞ্জিকা বছরের (২০২৪ সাল) এ আয়-ব্যয়ের হিসাব চেয়ে তাগিদ পত্র দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১শে জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় সোমবার ২০২৩ সালে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি।
বর্তমানে ইসিতে আওয়ামী লীগসহ নিবন্ধিত দল ৫১টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে চিঠি দেওয়া হয়েছে।
গত বছর হিসাব জমা দেওয়ার পর আওয়ামী লীগের তহবিল ১০০ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছিলেন দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান।
এদিকে বিএনপি আয়-ব্যয়ের পর পাঁচ লাখ টাকা ঘাটতিতে ছিল বলে জানা গেছে।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, তাদের তহবিল দাঁড়িয়েছে দুই কোটি নয় লাখ ৬১ হাজার ৩০৬ টাকায়।