× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালনগীতির অন্যতম বাহক ফরিদা পারভীনের মৃত্যুর গুজব

০৮ জুলাই ২০২৫, ১৪:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের জনপ্রিয় লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন বলে মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনন্ত যাত্রায় তার স্বর্গ কামনা করে অনেকে পোষ্ট দেয়। তবে তিনি মারা যাননি। হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গত কয়েক বছর যাবত কিডনির রোগ, শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে ৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কেবিনে চিকিৎসাধীন আছেন গায়িকা।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে গায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন।

তার পরিবার গণমাধ্যমকে বলেন, ‘ওনার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা খুব খারাপ এটা তো সত্য। কিন্তু উনি এখনও বেঁচে আছেন। ফরিদা পারভীনের বাড়ি কুষ্টিয়া শহরে। তিনি লালনগীতি চর্চার মাধ্যমে দেশব্যাপী পরিচিতি লাভ করেন। তিনি কুষ্টিয়া সরকারী কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রায়াত প্রফেসর আবু জাফরের স্ত্রী ছিলেন। তাদের সন্তান রয়েছে। আবু জাফর এক সময় লালন অনুরাগী ছিলেন। তিনি লালন তত্ত্ব ছেড়ে ইসলাম চর্চায় মনোনিবেশ করলে তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হয়। প্রফেসর জাফর গত বছর পৃথিবীর মায়া ত্যাগ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.