× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

ডেস্ক রিপোর্ট।

০৯ জুলাই ২০২৫, ১৯:৫০ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিংহ। বুধবার (৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে বৈঠককালে তারা রাষ্ট্র সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। 

এ সময় অধ্যাপক রীয়াজ রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপ, জাতীয় ঐক্য গঠন এবং জাতীয় সনদ প্রণয়ন বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি কানাডার আগ্রহকে স্বাগত জানান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আন্তর্জাতিক অংশীদারির গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাৎকালে কানাডীয় প্রতিনিধিদল কমিশনের লক্ষ্যের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। তিনি অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং জাতীয় ঐক্য বৃদ্ধির লক্ষ্যে নেওয়া প্রচেষ্টার প্রশংসা করেন এবং কানাডা সরকারের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সহায়তার আশ্বাস প্রদান করেন। 

এ সময় কানাডার হাইকমিশনারের সাথে ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মারকাস ডেভিস এবং কাউন্সেলর ও হেড অব কো-অপারেশন স্টিফেন উইভার।

বৃহস্পতিবার আবারো সংলাপ

রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের দশম দিনের আলোচনা আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে সংলাপে সংলাপে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.