× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রথমবার নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট।

১৪ জুলাই ২০২৫, ১৩:০৬ পিএম

ছবি: সংগৃহীত

১৮ ব্যাংক থেকে নিলামে ১৯১ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে ডলারের চাহিদা কমতে থাকায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন বাজারে ডলারের চাহিদা কমে যাওয়ায় হঠাৎ করে ডলারের দর কমতে শুরু করে। এজন্য রপ্তানিকারক ও রেমিট্যারদের কথা চিন্তা করে বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার ক্রয় করেছে। এটা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজের অংশ। বাজার স্থিতিশীল রাখতে আমরা মাঝে মধ্যে ডলার ক্রয় ও বিক্রয় করে থাকি। তবে দীর্ঘদিন দর ঊর্ধ্বমুখী থাকায় ডলার ক্রয়ের দরকার পড়েনি। এজন্য সাম্প্রতিক সময়ে এটিই নিলামে ডলার ক্রয়ের উদাহরণ।

এর আগে গত এক সপ্তাহে ডলারের দাম প্রায় ২ টাকা ৯০ পয়সা কমে যায়। বাজারে ডলারের চাহিদা না থাকায় এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ে প্রবাহ ভালো থাকায় এ প্রভাব পড়ে। বৃহস্পতিবার বেশিরভাগ ব্যাংক রেমিট্যান্সের ডলার কেনার জন্য ১২০ টাকা রেট অফার করেছে। তবে কিছু কিছু ব্যাংক ১২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত কেনার দাবি করেছে।

এর আগে গত ডিসেম্বরের শুরু থেকে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। মাত্র দুই কার্যদিবসে ডলার-টাকার বিনিময় হার দুই দফা রেকর্ড ভেঙে ১২৮ টাকায় পৌঁছায়। পরে এতে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করে। ফলে ডলারের দর কমে আসে। এসময় অস্বাভাবিক দামে রেমিট্যান্স কেনার অভিযোগে ১৩টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়।

ওই সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কয়েকটি ব্যাংকের অপরিণত সিদ্ধান্তে বাজারে অস্থিরতার সৃষ্টি হয়েছে। বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো ইচ্ছামতো দর বাড়াচ্ছে। এ ধরনের আচরণ বরদাশত করা হবে না। বাংলাদেশের ভেতরে ডলারের দাম ঠিক হবে।

এরপর চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থায় চলে যায় বাংলাদেশ ব্যাংক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.