× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে কারফিউ শেষে চলছে ১৪৪ ধারা

ডেস্ক রিপোর্ট।

২০ জুলাই ২০২৫, ১৭:১৩ পিএম

ছবি: সংগৃহীত

কারফিউ শেষে গোপালগঞ্জ জেলাব্যাপী চলছে ১৪৪ ধারা। পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরি সেবা প্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালত এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকলেও সভা-সমাবেশ ও একসঙ্গে একাধিক মানুষের চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আজ রবিবার (২০ জুলাই) সকালে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সীমিত আকারে ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে এবং যানবাহন চলাচল করছে। সড়কের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। অফিস-আদালতও খুলেছে। বাইরে বের হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে জনমনে গ্রেপ্তার আতঙ্ক রয়েছে।

গতকাল শনিবার  রাত ৮টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত জেলায় কার্ফিউ বলবৎ ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান শনিবার রাত সাড়ে ১০টায় রবিবারের জন্য ১৪৪ ধারা জারি করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গত বুধবার গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে চারজন নিহত হন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়।

এ নিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ায়। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন কারফিউ জারি করে, যা মাঝে মাঝে বিরতি দিয়ে চলমান রাখা হয়েছে। 

সর্বশেষ শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর ছিল। এ ঘটনায় পুলিশ আওয়ামী লীগের তিন হাজার চারজন নেতাকর্মীকে আসামি করে পৃথক চারটি মামলা করে। এসব মামলায় এ পর্যন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.