রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমান বাহিনীর একটি এফ-৭ (বিজেআই) প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। ঘটনার পরপরই ডিএনসিসির জোন-১ (উত্তরা) এলাকার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
সোমবার (২১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগসহ সব বিভাগ এ সংকট মোকাবিলায় প্রস্তুত আছে।
এর আগে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
শোকবার্তায় ডিএনসিসি প্রশাসক মরদেহের শান্তি কামনার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।