× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পদত্যাগের ইচ্ছা নেই, সরকার চাইলে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২৩ জুলাই ২০২৫, ১৫:২০ পিএম

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা স্থগিতসহ সার্বিক বিষয়ে কোনো অব্যস্থাপনা হয়নি দাবি করে শিক্ষা উপদেষ্টা সি আর আববার বলেছেন, সরকার চাইলে তিনি পদত্যাগ করবেন।

আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সি আর আববার বলেন, ‘নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই। তারপরও আমার নিয়োগকর্তা আছে। তারা যদি মনে করে আমি চলে যাব। এখানে বসে থেকে পদ আকড়ে ধরে নিজেকে জাস্টিফাই করার কোনো ইচ্ছা আমার নেই।’

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষর্থীদের মৃত্যুর ঘটনায় জাতীয় শোকের মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবি ওঠে। এ নিয়ে মঙ্গলবার সচিবালয় ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুরে শিক্ষাসচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। এর একদিন না যেতেই সরকার চাইলে পদত্যাগ করবেন বলে জানালেন শিক্ষা উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টার কাছে প্রশ্ন ছিলো মাইলস্টোন স্কুলের ভয়াবহ দুর্ঘটনার পর মন্ত্রণালয় থেকে কোনো শোকবার্তা দেয়া হয়নি, তদন্ত কমিটি হয়েছে কি না- জবাবে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হয়েছে। সেক্ষেত্রে মন্ত্রণালয় থেকে আর আলাদা করে শোক দেওয়ার অবকাশ আছে বলে মনে করি না। মন্ত্রণালয়ের নির্দেশে সারাদেশে দোয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। আর ঘটনা শোনার পরপরই আমি মন্ত্রণালয় থেকে চলে যাই। ঘটনাস্থলে, হাসপাতালে আমরা গিয়ে কোথাও কোনো অসুবিধা আছে কি না সেসব নিয়ে কাজ করেছি।’

পরীক্ষা পেছানো নিয়ে অব্যবস্থাপনার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা নিয়ম মেনেই করা হয়েছে। যারা মনে করছেন চাইলেই এটা যে কেউ করে ফেলতে পারে বিষয়টি তেমন নয়। পরীক্ষা চালু করা, পেছানোর ক্ষেত্রে একটা নিয়ম আছে। দেখতে হয় প্রশ্নপত্রগুলো চলে গেলে সেগুলো ফেরত আনতে হয়। পরীক্ষা নিয়ে আলোচনায় আসার পরই আমরা যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছি। কেউ কেউ পরীক্ষা শেষ করে ফেলার মতও দিয়েছিলেন।’

শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন, এরপর দেখলাম শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন? এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা।

শিক্ষাসচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারব না।’

আপনি কি পদত্যাগ করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে। সেখানে আমার নিজে থেকে করার কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরায় আমি আপনাদেরকে জানালাম। আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কী বেঠিক। আমারতো নিয়োগকর্তাও রয়েছেন।’

তিনি বলেন, ‘তারা (সরকার) যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে, তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরা বা নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই।’

গত ৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.