× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের ইতিহাসে প্রথমবারের মত গ্রেপ্তার হলেন সাবেক কোনো প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট।

২৪ জুলাই ২০২৫, ১৬:৩১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গ্রেফতার হলেন একজন সাবেক প্রধান বিচারপতি। এবিএম খায়রুল হক যিনি একসময় ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের অভিভাবক, বৃহস্পতিবার সকালে ডিবির হাতে গ্রেফতার হন। তার বিরুদ্ধে রয়েছে হত্যা এবং রায় জালিয়াতির মতো গুরুতর অভিযোগ। ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার একটিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

২০১১ সালের একটি রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন তিনি। যদিও সংক্ষিপ্ত রায়ে দু’টি নির্বাচনের জন্য এ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছিল, ১৬ মাস পর লিখিত রায়ে সে অংশ মুছে ফেলা হয়। অনেকেই মনে করেন, এ রায়ের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ে। এরপর থেকেই দেশের রাজনীতিতে দলীয় সরকার অধীনে নির্বাচন নিয়ে তৈরি হয় গভীর সংকট, যা এখনো চলছে।

এই বিতর্কিত রায়ের পরপরই খায়রুল হক পুরস্কৃত হন। দীর্ঘদিন আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদে থাকার সময় প্রকাশ্যে বিরোধে জড়ান তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজের মেয়াদ বাড়িয়ে নেন—যা নজিরবিহীন ঘটনা বলে মনে করেন অনেক বিশ্লেষক।

এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে সরকারি অর্থ আত্মসাৎ, প্লট জালিয়াতি ও অনিয়মের অভিযোগ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নেয়া অর্থ ফেরত দেওয়ার দাবি উঠেছে বহুবার। কিন্তু সব অভিযোগের পরেও তিনি ছিলেন আইনের ঊর্ধ্বে।

প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার স্মৃতিকথায় লিখেছেন, “বাংলাদেশের অস্থির রাজনীতির অন্যতম স্থপতি একজন অরাজনৈতিক ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।” যদিও তিনি নিজেকে ‘লর্ড ড্যানিং’ ভাবতেন, বাস্তবে পদে পদে অনিয়মের স্বাক্ষর রেখেছেন।

বৃহস্পতিবার ভোরে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর নেয়া হয় ডিবি কার্যালয়ে। এভাবেই বিচার বিভাগের ইতিহাসে প্রথম কোনো প্রধান বিচারপতির হাতে পড়ল হাতকড়া। অবশেষে তিনি নিজেই যেন পড়লেন নিজের তৈরি ফাঁদে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.