× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাউকে গ্রেফতারের ক্ষেত্রে পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট।

২৪ জুলাই ২০২৫, ১৮:০২ পিএম

ছবি: সংগৃহীত

কোনো নাগরিককে গ্রেফতারের আগে সংশ্লিষ্ট পুলিশ সদস্য বা সংস্থার কর্মকর্তা পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনের মাধ্যমে এই বিধান যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ নজরুল। 

তিনি বলেন, ‘আমরা কিছু ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি। এখন থেকে কাউকে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা সংস্থার পরিচয় স্পষ্টভাবে জানাতে হবে। চাহিবামাত্র অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এটি বাধ্যতামূলক করা হয়েছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘কোনো ব্যক্তিকে থানায় নিয়ে আসার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানাতে হবে। এর আগে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। ফলে অনেকে দিনের পর দিন নিখোঁজ থাকতেন, খোঁজ পেত না পরিবার। এখন থেকে এই অনিশ্চয়তা দূর হবে।’

গ্রেফতারের পর ব্যক্তি কী কারণে আটক হলেন, কোন ধারায় মামলা করা হয়েছে- এসব তথ্য লিখিতভাবে সংরক্ষণ করার বাধ্যবাধকতাও রয়েছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। 

তিনি বলেন, ‘প্রত্যেকটি গ্রেফতারের ক্ষেত্রে একটি মেমোরেন্ডাম প্রস্তুত করতে হবে, যাতে আইনি ভিত্তি, গ্রেফতারের কারণ, সময় এবং সংশ্লিষ্ট কর্মকর্তার পরিচয় পরিষ্কারভাবে লেখা থাকবে। এটাই হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রথম ধাপ।’

আইন উপদেষ্টা আরও জানান, ‘গ্রেফতার পদ্ধতির এই সংস্কার নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আশা প্রকাশ করেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলো সংশোধিত এই বিধান যথাযথভাবে বাস্তবায়ন করবে।’

এসময় আইন উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.