বাংলাদেশের কোনো নাগরিক অবৈধ উপায়ে ভারত থাকলে গ্রহণ করতে প্রস্তুত বাংলাদেশ। তবে যে প্রক্রিয়ায় সীমান্ত দিয়ে পুশব্যাক করানো হচ্ছে তার নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জে র্যাব-১১ এর কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ়তার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। কারো কোন অবৈধ নির্দেশনা না মানারও পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নির্ভর করে অনেক ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়া বিষয়ক প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যথাযথ তদন্ত করেই নেওয়া হচ্ছে ব্যবস্থা।
বাংলাদেশ পুশব্যাক নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বিষয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি।