× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, স্বাধীন পুলিশ কমিশন গঠনে ঐকমত্য

ডেস্ক রিপোর্ট।

২৭ জুলাই ২০২৫, ২০:২৩ পিএম

ছবি: সংগৃহীত

দেশে গণতন্ত্রের বিকাশ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে বড় দুটি ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। একদিকে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের বিধান প্রস্তাব করা হয়েছে, অন্যদিকে পেশাদার ও জবাবদিহিমূলক পুলিশ ব্যবস্থার জন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য গঠিত হয়েছে।

আজ রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে আলোচনায় এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, আমরা একমত হয়েছি যে, কেউ সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন। সংবিধানে এ সংক্রান্ত ধারা যুক্ত করার বিষয়েও ঐকমত্য হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ এ বিষয়ে বলেন, একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে পারবেন না এ বিষয়ে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি। তবে, সংবিধান সংশোধন ও কমিশন গঠনের পদ্ধতি যেভাবে হবে, তাতে সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ যেন না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সংলাপে আলোচনার শুরুতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব দেন কমিশনের নেতারা। এতে রাজনৈতিক দলগুলো সম্মত হয়।

আলী রীয়াজ বলেন, পুলিশ কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে দলগুলোর মধ্যে কোনো মতবিরোধ ছিল না। গঠন প্রক্রিয়া ও আইনগত কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা একটি জনবান্ধব, নিরপেক্ষ ও কার্যকর পুলিশ বাহিনী গড়তে চাই।

কমিশনের প্রস্তাবে বলা হয়, এই কমিশনের অধীনে পুলিশ বাহিনী যেন একটি শৃঙ্খলিত, দক্ষ এবং আইনানুগ পেশাদার সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করা হবে। পাশাপাশি, পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক উভয়পক্ষের অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির দায়িত্বও থাকবে এই কমিশনের অধীনে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.