× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২৭ জুলাই ২০২৫, ২১:২৭ পিএম

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা (আসিয়ান) এর সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ জুলাই) মালয়েশিয়ার পিপল জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নূরুল ইজ্জাহ'র সঙ্গে যমুনায় এক সৌজন্য সাক্ষাতে এ সমর্থনের দাবি জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে চাই এবং আপনার সমর্থন আমাদের প্রয়োজন।” এর আগে বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হিসেবে যোগদানের আবেদন করে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বর্তমান আসিয়ানের চেয়ার মালয়েশিয়া এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করবে যাতে বাংলাদেশ প্রথমে ডায়ালগ পার্টনার ও পরবর্তীতে পূর্ণ সদস্য হতে পারে। 

সাক্ষাৎকালে নূরুল ইজ্জাহ ঢাকায় মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে শোক জানান। এর প্রতিক্রিয়া প্রধান উপদেষ্টা বলেন, “এটি আমাদের দেশের জন্য একটি দুঃখজনক ঘটনা। আমরা অনেক মানুষ হারিয়েছি।”

তিনি নূরুল ইজ্জাহ'কে রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানান।

বাংলাদেশে চলমান রাজনৈতিক সংস্কার এবং সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা একটি সংস্কার প্রক্রিয়ায় আছি। আমাদের শিক্ষার্থীরা গুলির মুখে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার শাসন উৎখাত করেছে। এটি তরুণ নেতৃত্বাধীন আন্দোলন হলেও সব শ্রেণির মানুষ এতে অংশ নিয়েছিল।”

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ এবং উৎপাদন প্রতিষ্ঠার আহ্বান জানান। বলেন, “বাংলাদেশে তরুণদের সংখ্যা অনেক বেশি—অর্ধেকের বেশি জনগণ ২৭ বছরের কম বয়সী। আপনারা এখানে শিল্প কারখানা স্থাপন করে রপ্তানি করতে পারেন, যা উভয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।”

সাক্ষাতে আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফেই সিদ্দিকী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.