× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এমনভাবে গণহত্যার বিচার হবে, যেন কেউ প্রশ্ন না তোলে: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট।

২৯ জুলাই ২০২৫, ১৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আমলেই গণহত্যার বিচার হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘এমনভাবে গণহত্যার বিচার করা হবে, যেন কেউ প্রশ্ন না তোলে।’ তিনি বলেন, ‘এই বিচার নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যে প্রক্রিয়ায় কাজ এগিয়ে যাচ্ছে, এই সরকারের আমলেই গণহত্যার বিচার পাবে শহীদ পরিবার। এমনভাবে সাক্ষ্য এবং প্রক্রিয়া রেখে যাওয়া হবে, যা কোনোভাবেই ব্যত্যয় ঘটানো যাবে না।’ 

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘শাসন কাজে আমাদের ন্যূনতম অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু চেষ্টায় ব্যর্থতা নেই।’ 

তিনি বলেন, গণহত্যার বিচারের কাজে সরকার এমনভাবে যুক্ত আছে যে, আমরা নিজেরাই বলি, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। তবুও সমালোচনা হয়, সরকারে আছি তাই সহ্য করি।’ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে। শহীদ পরিবারের অভিযোগ গ্রহণযোগ্য, কিন্তু অন্য কেউ যখন বলে বিচার কাজ দৃশ্যমান নয়, তখন তা বিস্ময়কর।

শেখ হাসিনার বর্তমান অডিও শুনলে এখনো বোঝা যায়, পুনরায় হত্যাকাণ্ডের আকাঙ্ক্ষা তার আছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা যে নৃশংসতা ঘটিয়েছে, মুক্তিযুদ্ধের সময়েও সে রকম হয়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.