× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে তরুণরা ভবিষ্যৎ নয়, ইতোমধ্যেই নেতৃত্বে অবতীর্ণ হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

২৯ জুলাই ২০২৫, ১৫:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে তরুণরা ভবিষ্যৎ নয়, তারা ইতোমধ্যেই বর্তমানের নেতৃত্বে অবতীর্ণ হয়েছে।

সোমবার (২৮ জুলাই) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে অনুষ্ঠিত ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ও জাতিসংঘের কর্মকর্তাদের সামনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তর এবং তরুণ নেতৃত্বের সাহসিক ভূমিকার ওপর গুরুত্বারোপের সময় এমন মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাত্র এক বছর আগে আমাদের ছাত্রদের নেতৃত্বে একটি গণআন্দোলন শুরু হয়, যা সমাজের সকল স্তরের মানুষের হৃদয়ে সাড়া ফেলে। তাদের আহ্বানে দেশজুড়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা গড়ে ওঠে এবং একনায়কতান্ত্রিক শাসনের পতন ঘটে।’

তিনি আরও জানান, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী বাংলাদেশের পথ নির্মাণে কাজ করছে।

তৌহিদ হোসেন বলেন, ‘যারা একসময় রাজপথে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল, আজ তারা নীতিনির্ধারণ, ডিজিটাল উদ্ভাবন ও উন্নয়ন পরিকল্পনায় অংশ নিচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘যখন তরুণদের ওপর বিশ্বাস রাখা হয়, তারা সমাজ পরিবর্তনের দিশারী হয়ে ওঠে। তাদের সাহস, শক্তি ও সৃজনশীলতা আমাদের একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক এবং টেকসই পৃথিবীর দিকে এগিয়ে নিতে পারে।’

পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যের শেষাংশে বলেন, ‘আসুন আমরা তরুণদের নেতৃত্বকে শুধু উদযাপন না করে, টেকসইভাবে বিনিয়োগ করি নীতিতে, প্ল্যাটফর্মে ও অংশীদারিত্বে। তাদের হাত ধরেই গড়ে উঠুক আগামীর বিশ্ব।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.