× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংবাদ লেখার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

ডেস্ক রিপোর্ট।

৩০ জুলাই ২০২৫, ১৮:৩২ পিএম

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংবিধান নিয়ে সংবাদ-প্রতিবেদন করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

তিনি বলেছেন, ‘আইন, বিচার, সংবিধান বা বিচারাধীন বিষয় নিয়ে রিপোর্ট করা জটিল এবং কঠিন বিষয়। এসব বিষয়ে সংবাদ-প্রতিবেদন তৈরির আগে তথ্য যাচাইয়ে সাংবাদিকদের আরো মনোযোগী ও সতর্ক হতে হবে।’

বুধবার সুপ্রিমকোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) বার্ষিক প্রকাশনা ‘জাগরণ’-এর মোড়ক উন্মোচনের সময় এ কথা বলেন তিনি। 

সুপ্রিমকোর্টের খবর সংগ্রহকারী নিয়মিত সংবাদকর্মীদের সংগঠন এসআরএফ। গত ২১ জুন সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভার পর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সে সময় জাগরণ নামের একটি বার্ষিক প্রকাশনা বের করে এসআরএফ; যেটির মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মোড়ক উন্মোচনের সময় প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদমাধ্যমগুলোতে বিচার বিভাগ নিয়ে যত খবর-প্রতিবেদন প্রচার-প্রকাশ হয়েছে, সেই সব খবর-প্রতিবেদনে বস্তুনিষ্ঠতার কোনো ঘাটতি বা বিচ্যুতি আমার চোখে পড়েনি।

তবে কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত খবর-প্রতিবেদন আরো সমৃদ্ধ হতে পারত। সেজন্য সংবাদকর্মীদের আরো সচেষ্ট থাকতে হবে।’

সুপ্রিমকোর্ট বিটের সাংবাদিকদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, ‘প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি সাংবাদিকরা এজলাসে উপস্থিত থাকছেন। শুনানি, আদেশ বা রায় ঘোষণার সময় তারা নোট নিচ্ছেন।

শুধু তাই না, দ্রুততার সঙ্গে প্রচার ও প্রকাশ করছেন। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যম-সাংবাদিকদের ভূমিকা কোনো অংশে কম নয়। ক্ষেত্র আলাদা হলেও বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সবাইকে কাজ করে যেতে হবে। ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিচার বিভাগের যোগাযোগ আরো দৃঢ় হবে বলে আশা করি। এক্ষেত্রে অবশ্যই পেশাদারি বজায় রাখতে হবে।

বিচার বিভাগ সংস্কারে ঘোষিত রোডম্যাপ ও প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এসআরএফ-এর সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাসউদুর রহমান বলেন, ‘স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে গত এক বছরে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার অধিকাংশই বাস্তবায়ন হয়েছে। আমাদের প্রত্যাশা, প্রধান বিচারপতির ঘোষণা অনুযায়ী বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয়ও প্রতিষ্ঠা করা হবে।’

এর আগে এসআরএফ-এর নতুন কমিটির পক্ষ থেকে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.