আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমাদের ইচ্ছে আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। অপেক্ষা করেন, শিগগিরই নির্বাচনের সময় ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমি ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করতাম, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছ? তারা হাসাহাসি শুরু করতো। একজন বললো আমি ভোট দিয়েছি, কিন্তু ১০-১২টা। ৯০ শতাংশ বলতো, তারা ভোট দেয়নি। আমরা ১৮ বছর ধরে কেউ ভোট দিতে পারি নাই। আমাদের সেই দুঃখ ঘুচবে।
সংস্কার নিয়ে তিনি বলেন, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ সংস্কার করাই সরকারের সংস্কারের মূল বিষয় নয়। আইন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ই অনেক সংস্কার করেছে।
মব নিয়ে তিনি বলেন, মব ভায়োলেন্স সরকারকে খুব কষ্ট দেয়। এটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, ১৫ হাজারের বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ মামলা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক হয়রানি এবং জুলাই অভ্যুত্থানের সময়ের মামলা মিলে এক বছরে ১৬ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে
আসিফ নজরুল বলেন, এ সরকারের হাতে খুব বেশি সময় নাই। এই সময়ের মধ্যে আইন মন্ত্রণালয়কে ডিজিটালাইজেশনের কাজ শেষ করতে চাই।
তিনি বলেন, গত এক বছরে আগের বছরের চেয়ে ৩০ গুণ বেশি আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। কারণ ফ্যাসিস্ট সরকারের সময়ের কর্মকর্তারা সব পালিয়ে গিয়েছিল।