× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রবাসীদের স্বার্থে সৌদির সঙ্গে হতে যাচ্ছে বিশেষ চুক্তি: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট।

০২ আগস্ট ২০২৫, ১৯:৩১ পিএম । আপডেটঃ ০২ আগস্ট ২০২৫, ১৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের সেই আত্মত্যাগ চোখে দেখা যায় না। নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা এই জুলাই আন্দোলনে সমর্থন দিয়েছেন। জীবন-জীবিকার ঝুঁকি নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন।

আসিফ নজরুল বলেন, সৌদি আরবের সঙ্গে নতুন একটি চুক্তি হতে যাচ্ছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই। এই চুক্তি হলে বাংলাদেশিরা আরও সুযোগ-সুবিধা পাবে। যারা বিদেশে যেতে চান, তারা একটু খোঁজখবর নিয়ে যান। বিদেশে গিয়ে অনিশ্চিত জীবনে ঝাঁপ দেবেন না। টাকা-পয়সা থাকলে দেশে থেকেই ব্যবসা করুন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, যারা বিদেশে থাকেন, তাদের মনে রাখতে হবে যে আপনারা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এমন কিছু করবেন না, যাতে আপনাদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.