× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট।

০৪ আগস্ট ২০২৫, ১৩:১২ পিএম

ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করবে সরকার। এ উপলক্ষে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিরেও এ ধরনের নাশকতার হতে পারে বলে কথা ছড়ানো হয়েছিল। কিন্তু ৩ তারিখে যেভাবে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, ৫ আগস্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, ভালো থাকবে।’

তিনি বলেন, গত ৫ আগস্টের পর পুলিশের অনেক লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। বিশেষ অভিযানে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সদস্য নিয়োগ করা হচ্ছে। প্রশিক্ষণ দেওয়া হবে অনেককে। এই আইনশৃঙ্খলা বাহিনী সদস্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ৮ আগস্ট পর্যন্ত সরকারের যে বিশেষ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত ছিল, তা চলছে দেশজুড়ে। বিশেষ সময়ে বিশেষ অভিযানের প্রয়োজন হয়।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেসব রাজনৈতিক দল বেশি ঝুকিপূর্ণ, তাদের বেশি পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। যে দল সরকারের কাছে প্রোটেকশন চায়, তাদেরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহায়তা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.