প্রায় ৮ লাখ আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশে প্রস্তুতি শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সমালোচনা এড়াতে এবার এসপি ও ওসিদের নির্বাচনকালীন পোস্টিং হবে লটারির মাধ্যমে। এটা সচিবালয়ে সাংবাদিকদের সামনে হবে।
আজ বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে নির্বাচনী আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচনের জন্য ৪৭ হাজার ভোটকেন্দ্র থাকবে জানিয়ে তিনি বলেন, আমরা ৪৭ হাজার ভোটকেন্দ্রে প্রতিটা কেন্দ্রে একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করবো। সেখানে সবচেয়ে সিনিয়র পুলিশের কাছে এটা থাকবে।
তিনি আরও বলেন, সব বাহিনীগুলোকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। ইসিকে আমরা অনুরোধ করেছি পোলিং অফিসার-প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং করানো হয়। ট্রেনিংয়ের পর আমরা মহড়াও দেবো, যাতে নির্বাচনটা ভালো মতো হয়।