× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাইলস্টোনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ চিকিৎসক দল

ডেস্ক রিপোর্ট।

০৯ আগস্ট ২০২৫, ২০:১৪ পিএম

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। 

শনিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয় সদস্যের এই দলে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, তীব্র পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞসহ অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাজীবীরা রয়েছেন। আগামী তিন সপ্তাহ তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলিত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত ছাত্র-ছাত্রীদের জরুরি পরিচর্যা ও পুনর্বাসন সেবা দেবেন।

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, এই দুঃখজনক ঘটনার প্রতি যুক্তরাজ্যের সহানুভূতি রয়েছে এবং আমরা আমাদের সহায়তা বাড়াতে চেয়েছি। আমি নিশ্চিত, ইউকে চিকিৎসক দলের বিশেষায়িত চিকিৎসা আহত ছাত্র-ছাত্রীদের সুস্থতা এবং পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.