ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের (পথনকশা) খসড়া প্রস্তুত। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এটি প্রস্তুত করেছে। কমিশনের অনুমোদনের পর চলতি সপ্তাহে তা প্রকাশ করা হতে পারে। এ ছাড়া সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির খসড়া নিয়ে আপত্তি-আবেদনের শুনানি শুরু হবে আগামী ২৪ আগস্ট থেকে। শুনানি চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের একটি খসড়া তৈরি করেছে ইসি সচিবালয়। কমিশনের অনুমোদনের পর এ সপ্তাহে তা প্রকাশ করা সম্ভব হতে পারে।
তিনি আরো জানান, ইসির মাসিক সমন্বয়সভায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না। এর অর্থ এই নয় যে অতীতে যা ছিল, হুবহু এটাই রাখতে হবে, যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা হবে। তরুণদের জন্য আলাদা বুথ করার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এখন পর্যন্ত এটা ইসির আলোচনায় আসেনি।
যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয়, তাহলে হবে। এ মুহূর্তে ইসি ভোটকেন্দ্রের ভেতরের ব্যবস্থাপনা কিভাবে হবে, তা নিয়ে আলোচনা করছে।
ইসি সচিব জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে যেসব আপত্তি এসেছে, সেগুলো নিয়ে ২৪ আগস্ট শুনানি শুরু করা হবে। টানা চার দিন শুনানি করে এটা চূড়ান্ত করা হবে। নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচন কমিশনাররা এ শুনানি গ্রহণ করবেন।
এরই মধ্যে সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৮৩টি আসনের খসড়া নিয়ে মোট এক হাজার ৭৬০টি দাবি ও আপত্তি পেয়েছে ইসি। সবচেয়ে বেশি, ৬৮৩টি আবেদন পড়েছে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসন থেকে। আর সবচেয়ে কম, সাতটি আবেদন জমা পড়েছে রংপুর অঞ্চলের চারটি আসন থেকে। নির্বাচন কমিশন ৪০টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে চাইলেও আরো অনেক আসন থেকে সীমানা পরিবর্তনের দাবি এসেছে। একই সঙ্গে পরিবর্তন করতে চাওয়া ৪০টি আসন থেকেও আপত্তি এসেছে। একই দাবিতে অনেক আবেদনও জমা হয়েছে।
একক আসন হিসেবে সবচেয়ে বেশি, ৩৬২টি আবেদন এসেছে কুমিল্লা-১ থেকে। পিরোজপুর ১, ২ ও ৩ আসন থেকে আবেদন এসেছে ২৮৭টি। সিরাজগঞ্জ ৫ ও ৬ আসন থেকে আবেদন এসেছে ২২০টি। ঢাকার মধ্যে ঢাকা-১ আসনে আবেদন এসেছে সবচেয়ে বেশি, ৭৯টি।
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের ৪০টি আসনের সীমানায় রদবদল এনে গত ৩০ জুলাই এর খসড়া তালিকা প্রকাশ করে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, সিলেট, সিরাজগঞ্জসহ ১৪টি জেলায় এসব আসন অবস্থিত। খসড়া তালিকায় গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। আর বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করা হয়।
গতকাল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের শুনানি বিষয়ে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুনানিতে শুধু গেজেটে বর্ণিত নীতিমালার ব্যত্যয়সংক্রান্ত আপত্তি বা পরামর্শগুলো বিবেচনা করা হবে। নতুনভাবে উত্থাপিত কোনো আপত্তি বা পরামর্শ গ্রহণ করা হবে না এবং ১০ আগস্টের পর প্রাপ্ত আপত্তি বা পরামর্শ বিবেচনা করা হবে না। আপত্তিকারী বা পরামর্শকারী বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত আইনজীবী ছাড়া অন্য কেউ তাঁর পক্ষে শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন না। আপত্তিকারী বা পরামর্শকারীকে শুনানিতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। আপত্তি বা পরামর্শ শুনানির তারিখ ও সময় অপরিবর্তনীয়। স্থান সংকুলানের সমস্যা হলে শুনানিকক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।
এদিকে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ মুহূর্তে উদ্বেগের কোনো যুক্তিসংগত কারণ নেই বলে গতকাল মন্তব্য করেন ইসি সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা তো আরো পরের ব্যাপার। আমাদের কনসার্ন হওয়ার এই মুহূর্তে কি কোনো কারণ আছে? আমরা আমাদের জিনিসটা গুছিয়ে নিচ্ছি, যে যার জায়গাটাকে গুছিয়ে নিলেই তো হয়ে যাবে। আমরা এই মুহূর্তে নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। মাঠ প্রশাসনে যাঁরা আছেন, আইন-শৃঙ্খলা রক্ষার সঙ্গে যাঁরা আছেন, তাঁরা সবাই নিজ নিজ ক্ষেত্রে কাজ করছেন। ইসির সঙ্গে একটা যোগাযোগ আছে। এটা নিয়ে এই মুহূর্তে উদ্বেগ প্রকাশের কোনো যুক্তিসংগত কারণ নেই।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh