× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ নির্বাচনে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইইউ'র

ডেস্ক রিপোর্ট।

১৯ আগস্ট ২০২৫, ১৪:৫০ পিএম

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইইউ'র ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী মাসে ইইউ- এর পক্ষ থেকে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে।

রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, "আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ।" তিনি আরও বলেন যে নির্বাচন পর্যবেক্ষণে ইইউ'র অগ্রাধিকার রয়েছে এবং তারা গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবসময় সহায়তা করবে। তিনি প্রত্যাশা করেন, আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের ও সুষ্ঠু হবে। 

মাইকেল মিলার জানান, আগামী মাসেই ইইউ'র বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। বৈঠকের আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন যে, এই বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ইইউ'র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), নির্বাচন কমিশন (ইসি), আর্থিক সহায়তা, নির্বাচন পর্যবেক্ষণ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.