× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২০১৮ সালের ভিডিওকে সম্প্রতির বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

ডেস্ক রিপোর্ট।

২১ আগস্ট ২০২৫, ১৩:১৭ পিএম

ছবি: সংগৃহীত

২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলিস্তানে অলিম্পিক ভবনের সামনে এক তরুণীকে পুলিশের মারধরের ভিডিওকে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা বলে দাবি করে ইন্টারনেটে ছড়ানোর চেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওতে দেখা যায় দুই পুলিশ সদস্য এবং এক ট্র্যাফিক কনস্টেবল এক তরুণীকে রাস্তার ডিভাইডারের পাশে মারধর করে তাড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘটেছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এটি ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলের ঘটনা।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি একই ভিডিও প্রকাশিত হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল, ‘অল্পবয়সী এক মেয়েকে পুলিশের দুই সদস্য মারধর করছেন প্রকাশ্য রাস্তায়!’

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দৈনিক সমকালের ওয়েবসাইটে ২০১৮ সালের ৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম বলেছে, ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়। এটি বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.