ঢাকা, মিরপুর-১৩ তে অবস্থিত সরকারি ইউনানী মেডিকেল কলেজে চলমান শিক্ষার্থীদের আন্দোলন আজ আরও তীব্র রূপ নিয়েছে। টানা ৫৬ দিন ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের ক্লাসরুম ও প্রশাসনিক ভবন ঘেরাও করে প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল এবং সিনিয়র শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে ভর্তি কার্যক্রম ও হাসপাতালের চিকিৎসা সেবা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তারা বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল (ইটঅগঈ) গঠনের সুস্পষ্ট ঘোষণা ছাড়া কোনো একাডেমিক বা হাসপাতালের কার্যক্রম চলতে দেবে না। তাদের দাবি, আগামী বৃহস্পতিবারের মধ্যে মন্ত্রণালয়ের স্থগিত হওয়া মিটিং পুনরায় আহ্বান করতে হবে এবং সংশোধিত আইন দ্রুত উপদেষ্টা পরিষদে পাঠাতে হবে।
শিক্ষার্থীরা আরও জানায়, “আমাদের ভবিষ্যৎ, পরিচয় ও পেশাগত অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে আসব না। আমরা আর পেছনে ফেরার সুযোগ রাখিনি।”
উল্লেখ্য, চলমান এই আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ইতোমধ্যেই ক্লাস বর্জন, মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং প্রেস ক্লাবের সামনে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। সরকারি ইউনানী মেডিকেল কলেজের এই আন্দোলন এখন একটি সংকটময় পরিস্থিতি তৈরি করেছে, যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।