× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংঘর্ষে আহত আট পুলিশ সদস্য

যমুনা অভিমুখে অগ্রযাত্রায় বাধা

তালুকদার রাসেল

২৭ আগস্ট ২০২৫, ২১:৪১ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের তিন দফা দাবিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বুধবার বিকেলে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি ও সংঘর্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অন্তত আট সদস্য আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, আহতদের দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। গুরুতর আহত দু’জন হলেন এসআই তৌহিদুল ইসলাম এবং কনস্টেবল আদিব।

আহতদের মধ্যে রয়েছেন-

ডিএমপি রমনা জোনের ডিসি মাসুদ আলম

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭)

এসআই তৌহিদুল ইসলাম

এএসআই ফরহাদ আলী (২৯)

কনস্টেবল আদিব (২২)

কনস্টেবল আমিনুল ইসলাম (২০)

কনস্টেবল শ্রাবণ (২০)

পুলিশের দাবি, শিক্ষার্থীদের মিছিল যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে যাত্রা করলেও পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।

এ ঘটনায় এলাকায় কয়েক দফা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.