× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশের ৩ স্থলবন্দর বন্ধ, ১টির কার্যক্রম স্থগিত

ডেস্ক রিপোর্ট।

২৮ আগস্ট ২০২৫, ২০:০৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত তিনটি অলাভজনক স্থলবন্দর স্থায়ীভাবে বন্ধ এবং একটি স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বন্ধ ঘোষণা করা তিনটি স্থলবন্দর হলো- নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্থলবন্দর, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ স্থলবন্দর এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর।

এর আগে, চলতি বছরের ২ মার্চ নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অলাভজনক ও কার্যক্রমহীন হওয়ায় তিনটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ এবং একটি স্থলবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সুপারিশ করা হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন মোট ৮টি স্থলবন্দরের কার্যকারিতা নিয়ে একটি উচ্চ পর্যায়ের যাচাই কমিটি গঠন করা হয়। এই কমিটি সরেজমিন পরিদর্শন শেষে জানায়, চিলাহাটি, দৌলতগঞ্জ এবং তেগামুখ বন্দরের ক্ষেত্রে অর্থনৈতিক কার্যক্রম ও বাণিজ্য সম্ভাবনা খুবই কম, ফলে সেখানে নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজন নেই।

অন্যদিকে, বাল্লা স্থলবন্দরের ভারতীয় অংশে প্রয়োজনীয় অবকাঠামো ও সড়ক না থাকায় কার্যক্রম চালু রাখা অবাস্তব বলে মত দেয় কমিটি।

এছাড়া কমিটি ময়মনসিংহের গোবরাকুড়া-কড়ইতলী স্থলবন্দরের দুইটি স্থানের পরিবর্তে একটি কেন্দ্রীয় স্থানে কার্যক্রম চালু রাখার সুপারিশও করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করেন। এরপর তিনি বিগত সরকারের আমলে নির্মিত অলাভজনক স্থলবন্দরগুলোর কার্যকারিতা নিয়ে তদন্তের নির্দেশ দেন এবং একটি যাচাই কমিটি গঠন করেন।

অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, এনবিআর ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় কমিটি। যাচাই শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.