× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রয়োদশ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

ডেস্ক রিপোর্ট।

৩০ আগস্ট ২০২৫, ১২:২৬ পিএম

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

গতকাল  শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনব্যপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ইসি আনোয়ারুল বলেন, “ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপুর্ণ হবে। প্রিসাইডিং অফিসাররা একটি নির্বাচনের নিউক্লিয়াস। জীবন চলে যাবে কিন্তু নির্বাচনে কোনো ফাঁকিবাজি করা যাবে না।”

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা—এই লজ্জা তাঁর একার নয়, সব নির্বাচনী কর্মকর্তার। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যদি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে বা তথ্যপাচার করে তাঁকে ছাড় দেওয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না।’

এরআগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। তবে ভোটগ্রহণের সুনির্দিষ্ট কোনো তারিখ জানায়নি ইসি।

ইসি জানিয়েছে, ভোট রমজানের আগেই হবে। ভোটগ্রহণের ৬০ দিন আগে দেওয়া হবে তফসিল। এরআগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.