রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একটি মিছিল নিয়ে কিছু লোক জাপা কার্যালয়ের সামনে আসে। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে কয়েকজন ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। কার্যালয়ের ভেতরের অংশেও আগুন লাগে।
এ ঘটনায় দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কার্যালয়ের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও দলীয় সূত্র জানায়, ঘটনার সময় জাপার কোনো নেতা–কর্মী কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তবে হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি।
প্রেক্ষাপট হিসেবে শুক্রবার রাতে বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার অভিযোগে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় সন্ধ্যায় কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন রেখে টহল জোরদার করেছে পুলিশ।