× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধানমন্ডিতে আকস্মিক আ.লীগের মিছিল

তালুকদার রাসেল

৩১ আগস্ট ২০২৫, ২০:১৪ পিএম

ছবি:সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর সড়ক হঠাৎ করেই উত্তেজনায় কেঁপে ওঠে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে মিছিল শুরু করেন। কার্যক্রম স্থগিতের ঘোষণা থাকলেও কর্মীদের উপস্থিতি ঘিরে এলাকায় মুহূর্তের জন্য কৌতূহল তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে বিস্ফোরণের মতো শব্দও শোনা যায়। স্থানীয়রা ধারণা করছেন এটি ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে শব্দের উৎস ও প্রকৃতি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, আমরা খবর পাই পৌনে ৪টার দিকে। ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। সাধারণত এই ধরনের কর্মসূচি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি আরও জানান, শুনেছি এমন কিছু হয়েছে। তবে সেটি আদৌ ককটেল বিস্ফোরণ কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.