× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাগপা সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা

তালুকদার রাসেল

০২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২২ পিএম

জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনে করছে, তাদের সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলা ছিল একটি পরিকল্পিত পদক্ষেপ। দলটির মহাসচিব জাকির হোসেন রিয়াজ অভিযোগ করেছেন, এই হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আগামী নির্বাচন বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসচিব রিয়াজ বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, এমনকি সাম্প্রতিক ২০২৪ সালের আন্দোলনেও খন্দকার লুৎফর রহমান ছিলেন সামনের সারির সংগ্রামী। তার ওপর এই নৃশংস আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, জাগপার সভাপতির ওপর আঘাত হানা মানে সমমনা জাতীয়তাবাদী জোটের গণআন্দোলনকে দুর্বল করার অপচেষ্টা। এসময় হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মহাসচিব জাকির হোসেন রিয়াজ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.