× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া

ডেস্ক রিপোর্ট।

০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮ পিএম

ছবি; সংগৃহীত।

ঢাকা ও সিউলের মধ্যে সম্পর্ক আরো গভীরের পথ ও উপায় খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল পরিচয়পত্র প্রদানকালে লি জে মিয়ং এই মন্তব্য করেন।

এক বার্তায় দূতাবাস জানায়, অত্যন্ত মনোরম ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান শেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও তাদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বন্ধু ও উন্নয়ন সহযোগী। তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর করতে প্রচেষ্টা চালানোর আগ্রহ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত শাতিল বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার অব্যাহত মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা করেন।

তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ঘোষিত লক্ষ্যমাত্রার প্রশংসা করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.