× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানের পাশে দাঁড়ালো বাংলাদেশ

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের পর মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে আফগানিস্তানে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ কার্গো বিমানে করে এসব ত্রাণ কাবুলে পৌঁছে দেওয়া হবে। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং জরুরি চিকিৎসা সামগ্রী। 

বিমান বাহিনীর তত্ত্বাবধানে এসব সামগ্রী আফগান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার। ধ্বংস হয়েছে প্রায় আট হাজার ঘরবাড়ি, ফলে বিশাল জনগোষ্ঠী আশ্রয়হীন হয়ে পড়েছে।

আহত ও দুর্গত মানুষেরা চরম মানবিক সংকটে পড়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের তীব্র অভাব দেখা দিয়েছে দুর্গত এলাকাগুলোতে। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

ত্রাণ পাঠানোর এই কার্যক্রম সমন্বয় করছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত থেকেও সহায়তা এসেছে। বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপ এই মানবিক সহায়তায় অংশ নিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ভয়াবহ ভূমিকম্পের সময়ও বাংলাদেশ আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছিল। এবারও সেই মানবিক সহানুভূতির ধারাবাহিকতায় নতুন করে সহায়তা পাঠানো হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.