× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অভিযোগ বক্স স্থাপন করলেন যুবদল নেতা

তালুকদার রাসেল

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৫ পিএম

রাজধানীর মিরপুর-১৪ আসনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের অভিযোগ শোনার জন্য তিনি নিজ কার্যালয়ের সামনেই বসিয়েছেন একটি অভিযোগ বক্স।

শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর ঈদগাহ মাঠ সংলগ্ন তার অফিসের সামনে স্থাপিত বক্সটি স্থানীয়দের চোখে পড়ে। যেকোনো নাগরিক কিংবা দলীয় কর্মী এখানে লিখিতভাবে অভিযোগ জানাতে পারবেন নিজের পরিচয় গোপন রেখে।

এই উদ্যোগ সম্পর্কে সাজ্জাদুল মিরাজ বলেন,

আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে আমি অভিযোগ বক্সের ব্যবস্থা করেছি।”

তিনি আরও জানান, কারও নাম-পরিচয় প্রকাশ করা হবে না। এমনকি দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অভিযোগ করা যাবে এই বক্সে।

আমি চাই মিরপুর-১৪ আসনের মানুষ সরাসরি বা গোপনে তাদের সমস্যা জানাতে পারুক। যেকোনো সমস্যা সমাধানে নিজের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবো, যোগ করেন মিরাজ।

এই নতুন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার জন্য এটি হতে পারে কার্যকর একটি মাধ্যম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.