ঢাকার ডেমরা থানা তাঁতী দলের সদস্য সচিব মো. মুকুল নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে ফেসবুকে পোস্ট দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মুকুলের ছেলে এহসানুল হক তায়িফ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজল কুন্ডের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
ফেসবুক পোস্টে মো. মুকুল লিখেছেন, তার ছেলে তায়িফ শেখ হাসিনার শাসনামলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। শুধু তাই নয়, ডেমরা-যাত্রাবাড়ী এলাকার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের গণহত্যা মামলার অন্যতম আসামিও তিনি। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। এ কারণে তিনি আহ্বান জানিয়েছেন, যেখানেই তাকে পাওয়া যাবে, যেন তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়।
মুকুল গণমাধ্যমকে বলেন, সন্তানের প্রতি মমতা থাকলেও দেশের স্বার্থে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। অপরাধী আমার সন্তান হলেও, সে অপরাধীই।
তার এই অবস্থান রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে একে এক বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন। স্থানীয় বিএনপির মধ্যেও বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে।
ডেমরার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই কোন্দল থাকলেও, এবার তাঁতী দলের একজন নেতা নিজের ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানোয় নতুন মাত্রা যুক্ত হলো।
ডেমরা থানা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান বলেন, একজন নেতা যদি সমাজের স্বার্থে নিজের সন্তানকেও ছাড় না দেন, তবে এটি শক্ত বার্তা দেয়। অপরাধী যে-ই হোক, তাকে আইনের মুখোমুখি হতেই হবে।